সাত দাবিতে ঢাকার সাত কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজ

চলমান সংকট নিরসনে সাত দাবিতে ঢাকার সাত কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন করবে। আগামী ২০ই জুলাই সকাল ১০টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের আয়েজন করা হচ্ছে। এতে যদি কোন ফল না আসে তাহলে সাত কলেজের শিক্ষার্থীরা আরও বৃহৎ আন্দোলনের ডাক দিবে। আন্দোলনের জন্য সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিনিধি দল করা হয়েছে। কবি নজরুল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আবু হানিফ একুশ শতককে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নতুন কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব একুশ শতককে বলেন, গত ১৬ ই ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজে ঢাবির অধিভুক্ত করা হয়। সেশন জট নিরসনও শিক্ষার মান উন্নয়নের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু ৬ মাস পার হওয়ার পরও এখন পর্যন্ত কোন অগ্রগতি হয় না। ইতি মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েকটি বর্ষের ফরম ফিলাপ,পরীক্ষা গ্রহণ,ও রেজাল্ট প্রকাশ করেছে। এর ফলে সাত কলেজের শিক্ষার্থীরা পড়ছে সেশন জটের কবলে।

সাত কলেজের সাত দফা দাবি হচ্ছে: ১)সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ। ২)একটি নির্দিষ্ট ওয়েব সাইট গঠন ৩)নির্দিষ্ট সিলেবাস ও কারিকুলাম প্রকাশ।
৪)বিভিন্ন সেশনে আটকে থাকা পরীক্ষার ফল প্রকাশ। ৫)আটকে থাকায় সকল বর্ষের ফরম ফিলাপ দ্রুত সম্পন্ন করা। ৬)মাস্টার্স ও অনার্স সহ সকল বর্ষের পরীক্ষা নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা। ৭)শিক্ষার মান উন্নয়নে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহন।

সর্বশেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭, ০৯:৩৬
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

সর্বশেষ আপডেট


বিনোদন