কমলনগরের সাতটি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

লক্ষ্মীপুর জেলার কমলনগরের মেঘনারতীরের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলা আর অনজরদারিতে দীর্ঘ যাবত পড়ে আছে। এরমধ্যে কিছু ঝুঁকিপূর্ণ উপকূলের সবচেয়ে ভয়ংকর নদী রাক্ষুসে মেঘনার হানায় এবং কিছু বিপজ্জনক মেয়াদর্ত্তীণের কারণে। কোন বিদ্যালয়ের ছাউনির কিংবা পাশের টিনসেট ভাঙ্গা, কোন কোন বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত।

বিদ্যালয়গুলো হচ্ছে, চর মার্টিন ইউনিয়নের পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কালকিনি ইউনিয়নের উত্তর চর কালকিনি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতলি সরকারি প্রাথমিক

বিদ্যালয়, চর ফলকন ইউনিয়ন চর ফলকন ডিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়। সবগুলো বিদ্যালয়ে একটি একটি করে ক্লাসরুম! একটি ক্লাসরুমেই চলে কোমলমতি শিশুদের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের কার্যক্রম! এগুলো পড়ুয়াদের ইতিহাস, এগুলো প্রতিকূলতা, এগুলোই প্রতিবন্ধকতা! এগুলোতেই কোমলমতি শিশুরা পড়ছে ঠাসাঠাসি করে।

পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোছলেহ উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সাড়ে ৫’শ শিক্ষার্থী, ১টি মাত্র ভবনে ৩টি শ্রেণি কক্ষ। খুবই ঠাসাঠাসি করে ক্লাস নিতে হচ্ছে। অবস্থা মারাত্মক রুপ নিচ্ছে ক্রমান্বয়ে। শিক্ষকও মাত্র ৫জন। অন্যদিকে উত্তর চর কালকিনি মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাহজাহান কামাল বলেন, দু’টি ছোট শ্রেণি কক্ষে ৪৮৫ জন শিক্ষার্থী। অবস্থা এতই যে করুণ, শিক্ষার্থীদের মেঝেতে পাঠদান করাতে হচ্ছে। পাশের একটি পরিত্যক্ত বিধ্বস্ত ভবন রয়েছে। এটির মেয়াদ শেষ, তাই আমরা বাধ্য হয়ে ঠাসাঠাসি করে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছি। একই চিত্র বাকি সাতটি প্রাথমিক বিদ্যালয়েও।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ একুশ শতককে বলেন, ‘এ ধরণের মানবিক বিষয়গুলোর প্রতি আমাদের সব সময় সতর্কতার
সঙ্গে দৃষ্টি রয়েছে। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণতার খবর পেয়ে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। আশাকরি সমস্যাগুলোর সমাধান
অতিদ্রুতই হয়ে যাব ‘। তিনি আরো বলেন, অনেক বিদ্যালয়ে শিক্ষকেরও সংকট রয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭, ০৮:২৮
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন