লক্ষ্মীপুর সরকারি কলেজে নন্দন ফাউন্ডেশনের ফলজ বৃক্ষ বিতরণ

“অর্থ পুষ্টি স্বাস্থ্য চাই, বেশী করে ফলজ গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে ১৬জুলাই (রবিবার) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে নন্দন ফাউন্ডেশন কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান, বিশেষ অতিথি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক আবদুস শহিদ। এসময় নবাগত একাদশ শ্রেণীর শতাধিক পড়ুয়ার মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ভুঁইয়া (তপন), দর্শন বিভাগের প্রধান মাহবুবে এলাহি সানি, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সহকারী প্রফেসর ও প্রফেসর পরিদর্শক আ.ন.ম ইব্রাহিম, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল কাদের, নন্দন ফাউন্ডেশন কলেজ শাখার শরিফুল ইসলাম, জান্নাত আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সবুজ গাছপালা থেকে আমরা ধৈর্য্যে ও
সৌন্দর্য্যের শিক্ষা পাই। ফল গাছ থেকে আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন, ফুল গাছ থেকে মন পরিষ্কারের ফুলের ঘ্রাণ, ঔষধ গাছ থেকে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী আর কাঠগাছ থেকে অবকাঠামোগত উন্নয়নের নির্মাণ সামগ্রী পেয়ে থাকি। গাছ নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে রোপণ করে
এর সঠিক পরিচর্যাটা তোমাদের করতে হবে। প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে হবে, সঠিকভাবে বেঁচে থাকতে হলে। না হলে পৃথিবী বাসযোগ্যহীন হয়ে উঠবে।”

সর্বশেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭, ১৯:৩৭
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন