স্ট্যামফোর্ডের অনন্য ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই যুগে এমন কোন খাত নেই যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাবহার হচ্ছে না। ফলে এগিয়ে যাচ্ছে বিশ্ব, বিকশিত হচ্ছে উন্নয়নের ধারা। আর এই উন্নয়নের ধারায় অবকাঠামো গত বিষয় গুলো নিয়ে যারা কাজ করছেন তারা হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার বা নির্মাণ প্রকৌশলী। রাস্তা ঘাট থেকে শুরু করে ব্রীজ, কালভার্ট, বিল্ডিং, ফ্লাইওভার, পয়ঃনিষ্কাশন এবং পানি সরবরাহ ব্যবস্থা সহ প্রায় সকল খাতেই রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি অবদান।

বর্তমান যুগে অবকাঠামো গত কাজের গুরুত্ব উপলব্ধি করেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ২০০৪ সালে প্রতিষ্ঠা করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। প্রায় সাড়ে সতেরশ শিক্ষার্থীর এই ডিপার্টমেন্টে দুইজন প্রফেসর, তিনজন এসোসিয়েট প্রফেসর এবং সাত জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ রয়েছে চল্লিশজন শিক্ষক।

আই ই বি সনদ প্রাপ্ত এই ডিপার্টমেন্টের চেয়ারমেন প্রফেসর ডঃ বি সি বসাক কে ডিপার্টমেন্টের শিক্ষার পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি শিক্ষার পরিবেশ খুবই ভাল দাবি করে একুশ শতককে বলেন, ‘আমাদের লাইব্রেরী এবং ল্যাবগুলো স্ট্যান্ডার্ড মানের এবং শিক্ষক গুলো ছাত্রদের প্রতি অত্যান্ত আন্তরিক। অতএব বুঝতেই পারছেন আমার শিক্ষা পরিবেশ কেমন’।

বর্তমানে কর্মক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের পরিস্থিতি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পারফর্মেনস সম্পর্কে জানতে চাইলে ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ডঃ আলী আহমেদ এবং মাহবুবুল আলম বলেন, ‘অন্যান্য প্রকৌশলীদের তুলনায় সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের পরিস্থিতি বেশ ভাল আর আমাদের শিক্ষার্থীরাও সকল অবস্থানে বেশ ভাল করছে’।

সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ৫৭বি ব্যাচের সি আর শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সকল শিক্ষক খুবই আন্তরিক । তারা নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি কোর্স সম্পূর্ন করতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে থাকেন ।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এম ফিরোজ আহমেদ এর সাথে। তিনি বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট গুলোও খুবই ভাল। তবে শুধু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং পড়ালেখার মান ভাল হলেই চলবে না শিক্ষার্থীদের মাঝে থাকতে হবে শেখার আগ্রহ , হতে হবে সৎ এবং নিষ্ঠাবান’।

সর্বশেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭, ২২:৩৯
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন