রাজধানীর কদমতলী এলাকায় এক ইয়াবা সেবনকারী কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৩ই জুলাই) রাত দশটায় দনিয়ার রহমতবাগ এলাকার একটি বাসা থেকে সাকিব(১৬)নামে একজন ইয়াবা সেবনকারী গ্রেফতার হয়।
রহমতবাগ মোড়ে একটি আবাসিক ভবনের ছাদে সাকিবসহ আরো তিনচার জন কিশোর ইয়াবা সেবন করছিল। খবর পেয়ে টহলরত কদমতলী থানার পুলিশ ঘটনাস্থল পৌছালে অন্যরা পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বলেন, “কয়েকজন কিশোরকে এখানে ইয়াবা সেবনরত অবস্থায় আমরা দেখতে পাই।পরে সাকিব নামে একজন কে গ্রেফতার করি।
পাঠকের মন্তব্য