নিঝুমদ্বীপের সাখাওয়াতের পাশে কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট

বিদ্যা অর্জনে দরিদ্রতা কোন বাধাঁ নয় - শ্লোগানকে ধারন করে ২০১৫ সাল থেকে উপকূলবর্তী জেলা বরগুনায় সমাজের আলোকিত মানুষ ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী কার্যক্রম শুরু করেছেন কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট ফান্ড। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের দরিদ্র মেধাবী শিক্ষার্থী সাখাওয়াতের পাশে দাড়িয়েছে কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি হাতিয়া ওছখালীর একটি আইনজীবী চেম্বারে কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্টের পক্ষে সাখাওয়াতের হাতে ঈদের পোশাক, গাইড বই, শিক্ষা উপকরন ও নগদ কিছু টাকা তুলে দেন আলোকযাত্রা ঢাকা দলের টিম লিডার ছাইফুল ইসলাম মাছুম। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট ফজলে আজিম তুহিন, বিজয়টিভির হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম, সমাজসেবা অফিসের স্টাফ নিজাম উদ্দিন বিপুল, আলোকযাত্রার সদস্য তৌহিদ রায়হান।

কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট ফান্ড এর শুভাকাংখি লেখক, সাহিত্যিক ও সমাজকর্মী তাহমিনা হক বলেন, ‘বিদ্যা অর্জনে দরিদ্রতা কোন বাঁধা নয়- শ্লোগান ধারন করে উপকূল পড়ুয়াদের নিয়া ২০১৫ সাল থেকে উপকূল অঞ্চলে কাজ শুরু করেন কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট ফান্ড । প্রতিষ্ঠানের শুরু থেকেই আমি চেষ্টা করছি দিক নির্দেশনা অনুপ্রেনরা ও উৎসাহ দেয়া যাতে প্রতিষ্ঠানটির পথ চলতে অনেক সহজ হয় । উপকূলের অনেক মেধাবী শিশুরা আপনার আমার সামন্য সহযোগিতার অভাবে বিদ্যাপিঠ থেকে ঝরে পড়ে । তাই আমাদের উচিৎ অন্তত একটি শিশুর দায়িত্ব নেয়া’।

উল্লেখ্য সাখাওয়াত (১৫) ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। তার বাড়ী নিঝুমদ্বীপের শতফুল এলাকায়। শাখাওয়াত নিঝুমদ্বীপ শতফুল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে, নিঝুমদ্বীপ নিম্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেনী পাশ করেন। বর্তমানে হাতিয়া উপজেলা শহর ওছখালী লজিং থেকে দরিদ্রতার সাথে লড়াই করে ওছখালী কেএসএস উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ আপডেট: ১১ জুলাই ২০১৭, ২১:৫০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন