পদ্মায় প্রবল স্রোত ও অব্যাহত পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
স্রোতের বিপরীতে ঘুর পথে যাতায়াতের কারণে ফেরির ট্রিপ সংখ্যা হ্রাস পাচ্ছে। এতে ঘাট এলাকায় অপেক্ষামান যানবাহন সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, বহরের ছোট-বড় ১৫টি ফেরি স্রোত এড়িয়ে ভিন্ন পথে চলাচল করায় ট্রিপ সংখা কম হচ্ছে। এছাড়া, শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে সোমবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে যানবাহনের সংখা বাড়ছে। প্রবল ঢেউ ও স্রোতের কারণে লঞ্চে সীমিত যাত্রী নিয়ে সতর্কতার সাথে চলতে হচ্ছে। জানা গেছে, গত এক সপ্তাহে যমুনার পানি আরিচা পয়েন্টে অন্তত এক মিটার বৃদ্ধি পায়েছে। তীব্র স্রোত ও বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে পাটুরিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল বিলম্বিত হচ্ছে। এছাড়া, আরিচা- কাজিরহাট রুটে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ।
পাঠকের মন্তব্য