“ট্রাভেল মেমোরিয়া ট্যুরিজম ভিডিও প্রতিযোগিতা-২০১৭” এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল ১০ জুলাই সোমবার ট্রাভেল মেমোরিয়া ট্যুর অপারেটরটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল্লাহ রাব্বী প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। “Let’s Introduced Bangladesh By Travel and Tourism Videos” হবে এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহসান ইয়ামিন বলেন, ‘দেশের পর্যটনের প্রচার ও প্রসারের লক্ষ্যে পর্যটন বিষয়ক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ট্যুরিজমের অপার সম্ভাবনা পৃথিবীর সামনে তুলে ধরতে প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোন নাগরিক অংশগ্রহণ করতে পারবে।’
প্রতিযোগিতার নিয়মসমূহ: ১. বাংলাদেশের পর্যটন ও ভ্রমণ বিষয়ক যেকোনো ভিডিও যেগুলোর মাধ্যমে বাংলাদেশ পর্যটনের প্রচার ও প্রসার করা সম্ভব এমন ভিডিও আপ করতে পারবেন। ২. বাংলাদেশের শহর ও গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও নৌ পর্যটন, ইকো ট্যুরিজম, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সহ পর্যটন বিকাশের সম্ভাবনা আছে এমন যেকোন স্থানের ভিডিও পোস্ট করতে পারবেন। ৩. নতুন ও কম প্রচার পাওয়া আকর্ষনীয় স্থানের ভিডিও অগ্রাধিকার পাবে। ৪. ভিডিওর সময়সীমা অনধিক ৩ মিনিট। ৫. সংলাপযুক্ত ভিডিও অগ্রাধিকার পাবে। ৬. মোবাইল, ভিডিও ক্যামেরা, ডি এস এল আর সহ ভিডিও ধারনের উপযোগী যেকোন যন্ত্রে ধারণকৃত ভিডিও প্রতিযোগিতায় পাঠানো যাবে। ৭. প্রতিযোগিতায় সর্বাধিক লাইক ও ভিউ এর সংখ্যার ভিত্তিতে প্রথম তিনজনের জন্য “ট্রাভেল মেমোরিয়া” এর পক্ষ থেকে এক দিনের ট্যুরের সাথে রয়েছে আরো কিছু পুরস্কার। ৮. ভিউ বুস্টার বা কোন ধরনের অসদুপায় ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রতিযোগিতা বাতিল করা হবে।
প্রতিযোগিতা চলবে আগামী ৯ আগস্ট, ২০১৭ পর্যন্ত। আগ্রহীদেরকে তাদের ভিডিও গুলো ইভেন্ট পেইজে পোস্ট করতে বলা হয়েছে। এছাড়া প্রতিযোগিতার যেকোন রকমের পরিবর্তন পরিবর্ধনের জন্য আয়োজক “ট্রাভেল মেমোরিয়া” অধিকার রাখতে পারে বলেও জানিয়েছেন।
পাঠকের মন্তব্য