দনিয়ায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন

হিউম্যানিটি ফর চাইল্ড নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। এসময় দশজন শিশুদের মধ্য ঈদ বস্ত্র বিতরন করা হয়। পাঠশালা কোচিং সেন্টারে বেলা ৫টায় সংঠনটি এক মতবিনিময় সভা করেন এতে শিশুদের অভিভাবকগনও অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিধি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃসোহেল হাওলাদার।তিনি তার বক্তব্যে বলেন “শিশুদের ঈদ আনন্দময় করার জন্য আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস।ভবিষ্যতে আমরা আমাদের এই আয়োজন আরও বেশি শিশুদের নিয়ে করবো।” তারপর তিনি সকল শিশু ও অভিভাবকদের মাঝে ঈদের কাপড় ও ইফতার সামগ্রী বিতরন করেন।

আয়োজন প্রসঙ্গে সংগঠনের সদস্য আজাদ ইসলাম বলেন “আমরা বন্ধুরা মিলে শিশুদের মাঝে ঈদ আনন্দে সামিল করার জন্য আমরা এই আয়োজন করেছি।এবং আমরা সফল হয়েছি।”বস্ত্র হাতে পেয়ে শিশুরা অনেক আনন্দ প্রকাশ করে।পোশাক পেয়ে ১০বছরের শিশু মিলি আক্তার বলে”আমি এই জামাটা পেয়ে খুব খুশি।ঈদের দিন আমি এইটা পরবো।”আমরা এই সংগঠের মত সারা দেশি শুধু মাত্র একটি দিনের জন্য নয় সারা বছরে মানুষের খুশির জন্য সচেষ্ট হবে বলে আশা রাখি।

সর্বশেষ আপডেট: ৭ জুলাই ২০১৭, ২১:০৭
সাগর হোসেন সবুজ
যাত্রাবাড়ী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন