ছোটবেলার খেলার সাথী দুজন। চোখের সামনেই একে অপরের বেড়ে উঠা। অত:পর একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা। ছেলেটি বেশ স্মার্ট টাইপ হওয়ায় খুব অল্পদিনেই ভার্সিটিতে জনপ্রিয়তা পেয়ে যায়। এদিকে মেয়েটি খুব শান্ত স্বভাবী ও সাধারন। ক্যাম্পাসের বাগান, বাষ্কেটবল গ্রাউন্ডে সকালের আড্ডা দিয়ে শুরু আর সেটা শেষ হত পড়ন্ত বিকেলে। তবে কখনোই তারা বন্ধুত্বের চেয়ে বেশী কিছু চিন্তা করেনি এই সম্পর্কটাকে।
ভালই চলছিল তাদের দিনগুলি। কিন্তু সেই বন্ধুত্বে বাধা আসে। ক্যাম্পাসের ধনীর দুলালী বলে পরিচিত, খুব চঞ্চল স্বভাবী সুন্দরী একটা মেয়ে ঐ ছেলেটার প্রেমে পড়ে যায়। তাদের সম্পর্কের ফাটল ধরাতে ঐ শান্ত স্বভাবী মেয়েটিকে সে নানা ভাবে হুমকি দিতে থাকে। হুমকির শেষ ব্যর্থ চেষ্টার পর ধনীর দুলালী এই মেয়েটি এক ভয়ংকর সিদ্ধান্ত নেয়। এরকমই একটি গল্প নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সটির একদল তরুন তৈরী করেছেন জীবানু সিরিজের “জীবানু-৪”।
নাটকটি পরিচালনা করেছেন ভাবের ঢেকি প্রোডাকশনের জনপ্রিয় পরিচালক সৌরভ রহমান। এটা জীবানুর চতুর্থ পর্ব।
জনসচেতনতামূলক এই সামাজিক গল্পনির্ভর চরিত্রটিতে অভিনয় করেছেন অপ্সরী সারোয়ার, আল আমিন, নিপা, রিপন, রিয়াজ সহ আরো অনেকেই। তারা প্রত্যেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
পরিচালক সৌরভ রহমান বলেন- “জীবানুর অন্য তিনটি পর্বের ন্যায় এই পর্বটিও জনসচেতনতামূলক আইডিয়া নিয়ে করা হয়েছে। যে আইডিয়ার অভাবে টিনএজাররা তাদের ভুলগুলো বুঝতে পারে না, এখানে তাদের উন্মাদনা, উদ্ভট সব চিন্তাধারাকে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি। ভাবের ঢেকি প্রোডাকশনের এই পরিচালক আরো বলেন -”টিনএজাররা সব সময় কোনো এক অজানা চৌম্বকীয় শক্তির কারনে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নেয়। আর “জীবানু-৪” এই নাটকে এই ভুল সিদ্ধান্তগুলোকেই জীবানু বলা হয়েছে। আর সেই ভুল সিদ্ধান্তগুলোর শেষ পরিনতি যে কি হতে পারে, এই নাটকটির শেষ অংশে বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলার চেষ্টা করা হয়েছে”।
“জীবানু-৪” এর দুটি গানে কন্ঠ দিয়েছেন স্টামফোর্ডের সাবেক শিক্ষার্থী, বর্তমান তরুন প্রজন্মের প্রিয় মুখ সুরকার কণ্ঠশিল্পী অমিও রাহা ও রক্তিম খাজা।
জীবানুর কাজ নিয়ে মূল চরিত্রের একজন অপ্সরী সারোয়ার বলেন “আমরা ড্রামা কিংবা ফিল্ম মেকিং এ প্রফেশনাল কেউ নই, তবু আমরা চেষ্টা করেছি জীবানুর এই নাটকটি যেন সবার ভাল লাগার মত হয়”।
নাটকটির মুল চরিত্রে থাকা অভিনেতা আল আমিন বলেন “জীবানু-৪ নাটকটি দীর্ঘদিনের পরিশ্রমের একটি কাজ, আশা করি সবার ভাল লাগবে”।
চাঁদরাতে ইউটিউবে ভাবের ঢেকি প্রোডাকশন হাউজে মুক্তি পাবে “জীবানু-৪”। এই নাটকের স্পন্সরশীপ হিসেবে কাজ করেছে ওয়াটসন বাংলাদেশ। স্টামফোর্ড ইউনিভার্সিটি, সিদ্বেশ্বরী, মৌচাক, সিলেট এর বেশ কিছু স্থানে এই শ্যুটিং করা হয়।
পাঠকের মন্তব্য