হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাচঁ দোকান লুট

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাচঁ দোকান লুট।
হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাচঁ দোকান লুট।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা বাজারের কম্পিটারের মেমোরি কার্ডের গান ডাউনলোড করা কে কেন্দ্র করে ৫ টি দোকানঘর ভাংচুর ও দোকান থেকে কয়েক লক্ষ্য টাকার মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, গত ৪ মে বৃহস্পতিবার রাতে উপজেলার সানিয়াজন ইউনিয়নের তিস্তা বাজারে আমার কম্পিটারের দোকানে মেমোরি কার্ড ডাউন লোড করতে আসেন স্থানীয় লিমন মিয়া এক পর্যায়ে তর্ক বির্তক সৃষ্টি হলে উভয়ের মধ্যে মারামারি হয়।

এ ঘটনার পর নীলফামারী জেলার ডিমলা উপজেলার জিনজির পাড়া গ্রামে হাসান আলীর ছেলে আরিফুল ইসলাম লেবু, লিমন মিয়া ও সানিয়াজান ইউনিয়নের ঠাংঝড়া গ্রামে মৃত মোকতেল আলী ছেলে আ: হাকিম, মোতালেব, মিন্টু সহ তারা দল বদ্ধ হয়ে আমার কম্পিটারের দোকান, আমার ভাই আরিফুল ইসলামের চাউলের দোকান ও গরুর খাদ্যের দোকান, শফিকুল ইসলামের ঔষধের দোকান, আমার ভাগীনা আ: আলিমের ফলের দোকান, আমার দুলা ভাই আ: হালিমের কাপড়ের দোকানে হামলা চালিয়ে মালামাল ও নগদ কয়েক লক্ষ্য টাকা লুট করে ও দোকান ৫টিতে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যায় তারা।

এসময় আমরা বাধা দিলে আমাদের মারধর করা হয়। এতে আমরা গুরুতর আহত হয় ও হাসপাতালে ভর্তি হয়। আমরা সুস্থ হলে আমার বাবা তারা মিয়া (৭০) দোকানপাট লুটপাট ও ভাংচুরে ঘটনায় ১১ জনের নাম উল্লোখ করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৪ তারিখ ০৩/০৬/২০১৫।
এ বিষয়ে তিস্তা বাজার কমিটির সদস্য আবুল কালাম জানান, ওই দিন মারা মারির পর আরিফুল ইসলাম লেবুর লোক জন জোড় পুর্বক দোকানে তালা ভেঙ্গে তাদের তালা দোকানে ঝুলিয়ে দেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম লেবু জানান, আমি অসুস্থ্য ছিলাম তাদের দোকান কে লুট করেছে তা আমার জানা নেই। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থল পরিদর্শন করেন মামলা নথিভুক্ত করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ১৮ জুন ২০১৭, ১৯:৪০
মাহমুদ হাসান
লালমনিরহাট প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন