গাইবান্ধায় দুর্যোগ রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় দুর্যোগ রিপোর্টিং বিষয়ক কর্মশালা
গাইবান্ধায় দুর্যোগ রিপোর্টিং বিষয়ক কর্মশালা

গাইবান্ধায় দুর্যোগ রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এসকেএস ইন্-এ এ কর্মশালার আয়োজন করা হয়। অক্সফামের সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের এলনা প্রজেক্টের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে রেডিও সারাবেলা।

এতে রিসোর্স পার্সন ও অতিথি ছিলেন, দৈনিক মাধুকরের সম্পাদক কে.এম রেজাউল হক, রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মাহ্ফুজ ফারুক ও এলনা প্রজেক্টের ম্যানেজার নিহার কুমার প্রামাণিক। এতে অংশ নেয় দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, রেডিও সারাবেলার এ্যাসিসটেন্ট ষ্টেশন ম্যানেজার শান্তা সূত্রধর, দৈনিক মাধুকরের প্রতিনিধিসহ রেডিও সারাবেলার প্রোগ্রাম ও সংবাদ বিভাগের ২০ জন সেচ্ছাসেবক। কর্মশালায় দুযোর্গের পূর্ববর্তী, চলাকালিন ও পরবর্তী সময়ে রিপোটিং পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। সব শেষে গ্রুপ ওয়ার্কের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেট: ১৭ জুন ২০১৭, ১১:২২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন