মুরাদ নূরের সুরে কাজী শুভর ‘রঙ্গের দুনিয়া’

মুরাদ নূর ও কাজী শুভ
মুরাদ নূর ও কাজী শুভ

তরুণ সুরকার মুরাদ নূরের সুরে গাইলেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ। শফিকুল ইসলামের কথায় মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে আসছে ঈদে ‘রঙ্গের দুনিয়া’ শিরোনামের গানটি সিঙ্গেল ট্র্যাক হিসেবে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হচ্ছে।

এ প্রসঙ্গে মুরাদ নূর বলেন, গায়ক ও একজন শুদ্ধ মানুষ হিসেবে আমি কাজী শুভর ভক্ত। চিরন্তন সত্যকথার বাণীতে সমৃদ্ধ গানটি শফিক ভাই ভালো লিখেছেন আর শিল্পীর গায়কীতে সেটা নতুন প্রাণ পেয়েছে। আশা নয় বিশ্বাস করি শ্রোতাদের ভালো লাগবে।

কাজী শুভ বলেন, ফোক ঘরানার গান গাইতে আমি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। মুরাদ ভাই কথার সাথে সুরের ভালো সমন্বয় ঘটিয়েছে। আশা করি শ্রোতাদের কাছে গানটি প্রশংশিত হবে।

সর্বশেষ আপডেট: ১৭ জুন ২০১৭, ০১:১২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন