বাংলাদেশী খুদে হাফেজের বিশ্বজয়

বাংলাদেশী খুদে হাফেজের জয় করলো বিশ্ব।  রোববার (১৩ জুন) দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অর্জন করেছে প্রথম স্থান। বাংলাদেশের প্রতিনিধি ১৩ বছর বয়সী কোরআনের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম ফাইনাল রাউন্ডে লড়ে বিশুদ্ধ ও সুন্দর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে নির্ভুল প্রশ্নের উত্তর দিয়ে ১০৩টি দেশের ১০৩ জন প্রতিযোগীকে পিছনে ফেলে ১ম স্থান অর্জন করেছে।

বৃহস্পতিবার সেরা ১০ জনকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে হাফেজ তরিকুল সবাইকে ছড়িয়ে ১ম স্থান অধিকার করেন। আরব-আমিরাতে অবস্থানরত সরকারি একটি মসজিদের পেশ ইমাম হাফিজ আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের অনলাইন ভার্সন গালফ নিউজ হাফেজ তরিকুল সম্পর্কে বলছে, এ বছর এখন পর্যন্ত এ প্রতিযোগিতায় যত জন প্রতিযোগি পারফরমেন্স করেছেন- তার মধ্যে তরিকুল সেরা। সে ভালো করেছে বলেইশেষ ধাপে উন্নীত হয়েছে।

বাংলাদেশের অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছে তরিকুল। তাই তার বুকে সাহস, দুবাইয়েও সে বিজয়ের ধারা অব্যাহত রাখতে পারবে। হাফেজ তরিকুলের সঙ্গে থাকা তার শিক্ষক যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হলেন, হাফেজ ক্বারী

নেছার আহমাদ আন নাছিরী। তিনি জানান, তারিকুল আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো তিলাওয়াত করেছে। ১০৪ জন প্রতিযোগিকে পেছনে ফেলে
সে সেরা ১০-এ জায়গা করে নেয়। আর ফাইনালে সেরাদের সেরা হয়ে দেশের সুনাম বয়ে এনেছে।

হাফেজ তরিকুল মাত্র এক বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান দুবাই সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এসোসিয়েশন ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ১৬ জুন ২০১৭, ১০:০৬
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন