‘রক্তের অভাবে আর মৃত্যু নয়’ এ স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইফতার ও আলোচনা সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে নিঝুম ব্লাড ফাউন্ডেশন। ১৪ জুন বুধবার রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিঝুম ব্লাড ফাউন্ডেশনের আহবায়ক রকিবুল হাসান রাকিব একুশ শতককে বলেন, ‘নিঝুম ব্লাড ফাউন্ডেশন শুধু মাত্র রক্ত নিয়ে কাজ করার জন্য সষ্টি হয়নি এটি সব সময় সেচ্ছাসেবী ও মানবিক কাজে সাধারন মানুষের পাশে থাকবে’।
ফাউন্ডেশনের আরেক সক্রিয় সদস্য ছারোয়ার হসেন হৃদয় বলেন, ভালো একটা কাজ করার জন্য দরকার ভালো একটা ফ্লাটফর্ম, আর সেই ভালো ফ্লাটফর্ম টা হবে নিঝুম ব্লাড ফাউন্ডেশন, সারা দেশে আমরা মানুষদের জন্য কাজ করে যাবো কেউ যেনো রক্তের অভাবে মারা না যায়। শুধু রক্ত না মানবতার সেবায় সব সময় মানুষদের পাশে থাকবে নিঝুম ব্লাড ফাউন্ডেশন।
নিঝুম ব্লাড ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা বলতে গিয়ে উদ্যোক্তারা বলেন, আমাদের যাত্রা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসতে। এটা শুধু এখানে সীমাদ্ধতা থাকবেনা, আমরা সারা বাংলাদশে আমাদের টিম গঠন করব , শুধু রক্ত দান করাই নয় ক্যাম্পেইন করে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় সহ রক্ত দানে উৎসাহী করা লিফলেট ভিতরণ, রক্ত স্বল্প রুগীর জন্য রক্ত যোগাড় করতে আমরা অন লাইন / অফলাইনে দিন রাত কাজ করবো, এছাড়া বৃক্ষ রোপন সহ দুস্থ অসহায়দের মাঝে অন্ন বস্র বিতরণেরও প্রচেষ্ঠা থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ছাইফুল ইসলাম মাছুম, রেদওয়ান রনি, মাহমুদুল হাসান, আবুল বাসার অদ্রি, সাইফুল ইসলাম রনি, আবু হানিফ , নাছিম শুভ, আবু সাইদ, মহব্বত হোসেন প্রমুখ।
পাঠকের মন্তব্য