স্ট্যামফোর্ড আইন আনুষদ ৫৫ ব্যাচের ইফতার আয়োজন

স্ট্যামফোর্ড আইন অনুষদের ইফতার
স্ট্যামফোর্ড আইন অনুষদের ইফতার

স্ট্যামফোর্ড আইন অনুষদ ৫৫ ব্যাচের ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন ধানমন্ডি শর্মা কিং রেস্টুরেন্ট ইফতার আয়োজন করা হয়। এটা ছিল আইন অনুষদের ৫৫ ব্যাচের ইউনিভার্সিটি লাইফের শেষ ইফতার।

মাসফিক আহমেদ সিয়াম বলেন, একজন বন্ধু নাকি ১০০ লাইব্রেরী এর সমান সেখানে এত বন্ধু মানে কয়েক হাজার লাইব্রেরী এর সমতুল্য, বন্ধু তোরা ছিলি তোরা আছিস তোরা থাকবি, তোদের ছাড়া জীবন মরুভূমি এর মত, এই ইফতার যেন বন্ধুদের শেষ ইফতার না হয় এই ইফতার যেন সারাজীবনের বন্ধুত্বের অংশ হয়ে থাকে।’  আমিনুল ইসলাম পিয়াল বলেন সবাই কে নিয়া অনেক সুন্দর একটা সময় পার করলাম,যা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ।

অনার্স জীবনের শেষ বছরে প্রাণের বন্ধুদের সাথে ইফতারের সময়টা জীবনে স্মৃতি হয়ে থাকবে আজীবন। দেখতে দেখতে মনের অজান্তেই এভাবে জীবনের সবচেয়ে ভালো সময়টার একটা একটা অংশ শেষ হয়ে যাচ্ছে। তবুও প্রাপ্ত এই বন্ধুত্ব নিয়েই এগিয়ে যাব সামনে নতুন দিগন্তে বলেন তৃণা সাহা।

মোঃ হাসান মিলু বলেন দিন গুলো হয়তো একভাবে কেটে যাচ্ছে , দিন তো কারো সাথে জন্য অপেক্ষা থাকে না , পৃথিবীতে আমি কখনই নিজেকে অসুখী অনুভব করিনি , আমার যখন যা যা প্রয়োজন তা বলার সাথে সাথেই তোরা পূরণ করে দিতি। এই অচেনা শহরে তোরা আমার পরিবার।

সর্বশেষ আপডেট: ১৩ জুন ২০১৭, ০০:০৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন