লক্ষ্মীপুরের কমলনগরে লেগুনার চাপায় মো. সাকায়েত উল্যাহ (৫৩) এবং রায়পুরে পানিতে পড়ে সৌরভ হোসেন বাবু (৩০) এক যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের উপজেলার চরজাঙ্গালীয় হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনাটি ঘটে।
শনিবার দুপুরে নিহতের ছোট ভাই উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার ভাই নিহত হয়। সাকায়েত উল্যাহ ওই এলাকার বাসিন্দা এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন মোল্লার বড় ভাই।
স্থানীয়রা জানান, বড় ভাই সাকায়েত উল্যাহ শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয় চর লরেন্স বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিপরীতমুখী (লক্ষ্মীপুরগামী) দ্রুতগতির একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান। সেখানে অবস্থার অবনতিতে চিকিৎসকের পরামর্শে রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে পানিতে পড়ে সৌরভ হোসেন বাবু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জুন) দুপুরে পৌরসভার পশ্চিম
কাঞ্চনপুর গ্রামের চাকলাদার ভূঁইয়া বাড়িতে । সে একই এলাকার শরিয়ত উল্যার একমাত্র পুত্র। নিহতের স্বজনরা জানান, সৌরভ হোসেন দীর্ঘদিন
ধরে মৃগী রোগে ভুগছিল। শনিবার দুপুরে গোসল করার জন্য বাড়ীর পুকুরে যায়। দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় তার বাবা পুকুরের পানি থেকে
ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্থানীয় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পাঠকের মন্তব্য