ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটির সেমিনার অনুষ্ঠিত

ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটির সেমিনার
ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটির সেমিনার

ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে ৯ ই জুন (শুক্রবার) আইইবি এর ই আরসি হলে ” ক্যারিয়ার অপরচিউনিটিস ফর ফ্রেশার্স ইঞ্জিনিয়ার্স ইন রিলেশন টু জব মার্কেট এন্ড হায়ার স্টাডিজ বাংলাদেশ কনটেক্টস ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আইইবির সাবেক সম্মানি সহকারী সাধারন সম্পাদক ও ইয়েসের আহবায়ক প্রকৌশলী শেখ আল আমিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের সুউচ্চ ভবন নকশার পথিকৃত অধ্যাপক ড: শামীম উজ জামান বসুনিয়া।প্রধান অতিথির বক্তব্যে শামীম জেড বসুনিয়া বলেন ” তরুন প্রকৌশলীদের কার্যকর ব্যাবস্থাপনা, তাদের উন্নয়ন,প্রেরণা এবং প্রশিক্ষন একটি প্রতিষ্ঠান এর জন্য মুল ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেক্ষেত্রে ইয়েস উন্নত ভুমিকা পালন করছে”। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড: রেজওয়ান খান,সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো ইসহাক এবং বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: মোহাম্মদ আলী।

সেমিনারে বুয়েট,রুয়েট,ডুয়েট,চুয়েট, আহসানউল্লাহ, এআইইউবি,এশিয়া প্যাসিফিক,স্টামফোর্ড,ইউ আইইউ ঈষ্টওয়েস্ট,আইআইইউসি সহ বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশকৃত দুই শতাধিক তরুন প্রকৌশলী অংশগ্রহন করেন।সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড: সাব্বির মোস্তফা খান,তার প্রবন্ধের বিষয়বস্তু ছিল ” তরুন প্রকৌশলীদের লিডার অর্জনে কি কি ভুমিকা গ্রহন করতে হয় “.
পুরো এ আয়োজনের সভাপতি প্রকৌশলী শেখ আল আমিন ইয়াং ইঞ্জিনিয়ার্স সোসাইটির ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তরুন প্রকৌশলীদের মধ্যে নেতৃত্ব গুন গড়ে তোলা সহ পেশাগত জীবনের সফলতা অর্জনে সহায়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ইউ আই ইউ এর ভিসি উপাচার্য ড: রেজওয়ান খান তরুন প্রকৌশলীদের ক্যারিয়ার গঠন এবং উচ্চ শিক্ষা অর্জনে বিভিন্ন সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী রেজাউল ইসলাম।তরুন প্রকৌশলীদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন প্রকৌশলী ইমরুল কায়েস,প্রকৌশলী সোয়েল আহমেদ,প্রকৌশলী আরিফুর রহমান খান,প্রকৌশলী আমিনা খাতুন জেমি।পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী সাজিদ হাসান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত সেমিনার কমিটির আহবায়ক প্রকৌশলী মো: শাহাবুদ্দিন।

সর্বশেষ আপডেট: ১০ জুন ২০১৭, ২১:৫৪
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন