লালমনিরহাটে বিদ্যুতের দাবিতে অবরোধ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জাতীয় মহাসড়ক ও রেল পথ অবরোধ করেছে স্থানীয়রা। অবরোধের কারনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উভায় পাশ্বে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে করে চরম দুর্ভোগে পোহাতে হয় রোজাদার যাত্রীদের। পরে পুলিশ এসে ভুক্তভোগীদের লোডশোডিংয় না হওয়ার অশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

শুক্রবার(৯ জুন) ইফতারের আগে উপজেলার কাকিনা বানিনগর রেল ক্রসিং এলাকায় রেল ও জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। জানাগেছে, বিদ্যুতের লোডশিডিংয়ে অতিষ্ঠ এই উপজেলার ভুক্তভোগীরা। শুধু তাই নয় ইফতার, তারাবি ও সেহরীর সময়ও বিদ্যুত থাকে না। তাই স্থানীয়রা তরই প্রতিবাদে অবরোধ করেছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিদ্যুত বিভাগের প্রকৌশলী নাজমুল খন্দকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কলটি রির্সিভ হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ আপডেট: ৯ জুন ২০১৭, ২৩:৩৪
মাহমুদ হাসান
লালমনিরহাট প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন