জমতে শুরু করেছে ফুটপাতে ঈদের কেনাকাটা

জমতে শুরু করেছে ফুটপাতে ঈদের কেনাকাটা
জমতে শুরু করেছে ফুটপাতে ঈদের কেনাকাটা

ঈদ মৌসুমে বড় বড় শপিংমল গুলোর পাশাপাশি কেনাকাটার ধুম বাড়ে ফুটপাতেও। রাজধানীর ছোট বড় রাস্তার পাশের ফুটপাতে চৌকি কিংবা ভ্যানে করে গড়ে ওঠে এইসব মার্কেট গুলো।তুলনামূলক স্বল্প আয়ের মানুষজনই ক্রেতা হয় ফুটপাতের এই মার্কেটের।বাচ্চাদের বাহারী সব পোশাক থেকে শুরু করে মহিলাদের প্রসাদনীসহ ঈদ বাজারের প্রায় সব ধরনের পন্যই মিলবে এখানে।দামও হাতের নাগালে।ঈদ যত নিকটে আসবে বেচাকেনা তত বাড়বে বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা।

সারা বছরে তারা এই মাসেই সবচেয়ে বেশি বেচাকেনা করেন।ক্রেতারা সবাই এখনও বেতন বোনাস পাননি তাই কেনাকাটাও পুরোধমে শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন অনেকেই।তবে বড় বড় মার্কেট কিংবা শপিং সেন্টারের তুলনায় ফুটপাতে কেনাকাটায় সাচ্ছন্দবোধ করেন বলে জানিয়েছেন পোশাক শ্রমিক আলী হোসেন। মূলত খেটে খাওয়া মানুষরাই এখানের প্রধান ক্রেতা। তাই বিক্রেতা বা হকার্সদের পাশাপাশি তাদেরও দাবি সরকার যেন আলাদা বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত মার্কেট উচ্ছেদ না করে।

সর্বশেষ আপডেট: ৬ জুন ২০১৭, ২১:৪৭
সাগর হোসেন সবুজ
যাত্রাবাড়ী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন