গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম পরিবার। সারাবেলা’র উপদেষ্টা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে বেলা পৌনে ২টায় গৌতম চন্দ্র পালের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন এসকেএস ফাউণ্ডেশনের কো-অর্ডিনেটর আবু সাঈদ সুমন, এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মঞ্জুর রহমান বাবলু, সারাবেলার স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রোডিউসার নূরুন্নবী রাসেল, একাউন্টস এ্যান্ড বিজনেস প্রোমোশন অফিসার ফরহাদ রেজা ও এ্যাসিস্ট্যান্ট নিউজ প্রোডিউসার আফসানা মিমি। সৌজন্য সাক্ষাতের সময় রেডিও সারাবেলার পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং সিটিজেন চার্টারসহ প্রয়োজনীয় তথ্য প্রচারের মাধ্যমে কমিউনিটির মানুষের জন্য আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক জানান, তথ্য, বিনোদন, সাফল্য, সম্ভাবনা, উন্নয়ন, দুর্ভোগ ও সেবামূলক কাজের প্রচারের পাশাপাশি কমিউনিটির মানুষের সাথে জেলা প্রশাসনের একটি সেতু বন্ধন তৈরী করতেও কাজ করছে রেডিও সারাবেলা। এ কাজে অতীতের মতো আগামীদিনেও জেলা প্রশাসকের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ এপ্রিল সম্প্রচারে আসে গাইবান্ধার কমিউটি রেডিও সারাবেলা ৯৮.৮এফএম। বর্তমানে সকাল ৭টা হতে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ১৬ ঘন্টা সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে দেশের ১৭ তম এই কমিউনিটি রেডিওটি।
পাঠকের মন্তব্য