“Cunnect with Nature” প্রাণ-প্রকৃতির সাথে আমাদের বসবাস- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এবং দিয়ারা মানবকল্যাণ কিশোরী সংগঠন ও নারী উন্নয়ন সংগঠন এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ জেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর গ্রামে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস’ ২০১৭।
অনুষ্ঠানের শুরুতেই সকলের অংশগ্রহণে র্যালী দিয়ারা গ্রামের বেরীবাঁধ এলাকা প্রদক্ষিণ করে। এসময় ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও, নদী, নালা দূষণমুক্ত কর’ শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে উঠে। এরপর নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক এর প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার। সংগঠনের সদস্য জহুরা বেগম, পারভীন বেগম, ইয়াসমিন আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা পরিবেশ দিবস এ গাছ রোপন, কোন গাছ নষ্ট না করা, যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণ-প্রকৃতি রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে সদস্যরা সকলে মিলে ১১০ টি বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধী গাছ (কাঁঠাল, জলপাই, চালতা, পিয়ারা, কদবেল, আমলকি,জাম, মেহগনি, কড়ই) রোপন করেন।
পাঠকের মন্তব্য