বিশ্ব পরিবেশ দিবসে প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ নাগরিক সমাজ ।
“Connect with Nature” “প্রাণ-প্রকৃতির সাথে আমাদের বসবাস ” এই প্রতিপাদ্য ধারণ করে ৫ জুন (সোমবার), সকাল ১০টায়, মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংহতি মানববন্ধন ।
পরিবেশবাদী নেতা এ্যাড. দীপক কুমার ঘোষের সভাপতিত্বে সংহতি মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু । ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের সদস্য সচিব আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিকশিত নারী নেটওয়ার্ক এর জেলা সভাপতি তাজরানা ইয়াসমিন টুলু এবং পংকজ মজুমদার প্রমুখ ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব, আমরা পরিবেশে মধ্যে বসবাস করি, সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে । আসুন পরিবেশ বঁচাই, নদী, বৃক্ষ, পাখিসহ প্রাণ-প্রকৃতি রক্ষা করি ।
এরপর বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষে জেলায় বিভিন্ন স্থানে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেন ।
গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উক্ত সংহতি মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন খেলাঘর, সাবিস ও প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।
সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ।
পাঠকের মন্তব্য