বজ্রপাতে জামাই ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যূ

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতের আঘাতে জামাই ও শশুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার ১লা জুন বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ওই এলাকার আমিন উল্যার ছেলে নুর মোহাম্মদ (৪৯) ও তার জামাই চর ফলকন এলাকার বাসিন্দা মো. মহিন উদ্দিন (২২)।আহতরা হচ্ছেন চর জাঙ্গালীয়া এলাকার মো. মানিক (৩০) ও মো. মমিন (২৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম জানান, বিকেল ৫টার দিকে নুর মোহাম্মদ জামাই মহিনসহ দুই শ্রমিককে নিয়ে ওই ইউনিয়নের সাতদরুন এলাকা থেকে একটি টিনের চালা নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথেে ঐ টিনের চালার উপর বজ্রপাত ঘটলে নুর মোহাম্মদ ও মহিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই শ্রমিক মানিক ও মমিন।

সর্বশেষ আপডেট: ১ জুন ২০১৭, ২২:৩৫
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন