পরীক্ষার বাইরে শিক্ষার্থীদের করা প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, রিপোর্টিং, ফিচার, ভিস্যুয়াল প্রোডাকশন নির্মাণসহ বিভিন্ন কাজের স্বীকৃতি দিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে প্রথমবারের মত আয়োজিত হয় ফলাবর্তন অনুষ্ঠান।
বিভাগের শিক্ষকদের আয়োজিত ভিন্ন ধরণের এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের কাজ তুলে ধরেন। এতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের পরিচিতি, আমাদের জীবনে গণমাধ্যমের ভূমিকা, জাতীয় সম্প্রচার নীতিমালার উপরে আলোচনা যেমন ছিলো, তেমনি ছিলো শিশু অপহরণ ও নির্যাতন এবং বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের উপরে বিশেষ দু’টি প্রতিবেদন। এর পাশাপাশি, পত্রিকার জন্য তৈরী করা বিজ্ঞাপন, প্রমোশোনাল টিভিসি, টেলিভিশন রিপোর্টিং, ডামি পত্রিকাসহ আরো অনেক ধরণের উল্লেখযোগ্য কাজ প্রদর্শন করা হয়।
প্রদর্শনী শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের আরো ভাল কাজের অনুপ্রেরণা দিবে। ফলে তাদের জ্ঞান ও কাজের দক্ষতা বাড়বে। আগামী প্রত্যেক ট্রাইমেস্টারে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন বিভাগের চেয়ারম্যান। ফলাবর্তন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক তপন মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, নন্দিতা তাবাসসুম, সামিয়া আসাদী, দিলশাদ হোসাইন ও তানিয়া সুলতানা।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি কে নিয়ে কালের কণ্ঠ পত্রিকার ক্যাম্পাস পাতার বিশেষ সংখ্যা ৫৫তম ব্যাচের হাবিবুর রহমান বিভাগীয় চেয়ারম্যানের হাতে তুলে দেন।
পাঠকের মন্তব্য