লালমনিরহাটে মসজিদের ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জামে মসজিদের সেপ্টিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই জন শ্রমিক মারাগেছেন। শনিবার(২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের চৌধুরী মোড়ের জামবাড়ি মসজিদের সেপ্টিক ট্যাংকের কাজ করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড়ের জামবাড়ি এলাকার রমজান আলীর ছেলে লিয়াকত আলী(৪০) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আনারুল ইসলাম(৩৫)।

ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান আহাদুল হক চৌধুরী জানান, নব নির্মিত জামবাড়ি জামে মসজিদের সেপ্টিক ট্যংকের ময়লা পরিস্কার করতে গিয়ে লিয়াক আলী ও আনারুল ইসলাম মারাগেছে। তবে তারা কি কারণে মারা গেছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, হাসপাতালে আসার আগে লিয়াক আলী ও আনারুল ইসলাম মারাগেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কি কারণে তাদের মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেট: ২৭ মে ২০১৭, ২২:৫২
মাহমুদ হাসান
লালমনিরহাট প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন