বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী ক্লাবের যাত্রা শুরু হলো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ৪৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র রাখিল খন্দকাল নিশানকে সভাপতি ও বিবিএ’র বেনজির আবরারকে সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি এম ফিরোজ আহম্মেদ এবং ট্রাস্টিবোর্ডের সদস্য ফারহানাজ ফিরোজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ নিউজ প্রেজেন্টেশান একাডেমির প্রতিষ্ঠাতা ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল এইচ চৌধুরী, জনপ্রিয় দশমিনিট ইশকুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, সিভি এক্সপার্ট ও করপোরেট আসক-এর প্রতিষ্ঠাতা নিয়াজ আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ভিসি এম ফিরোজ আহম্মেদ শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে থাকার জন্য পরামর্শ দেন। এসময় তিনি মাদক বিরোধী ফোরামের সাফল্য কামনা করেন।
অতিথি বক্তারা শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের নানা বাস্তব অভিজ্ঞতা বিনিয়মন করেন। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলামের সঙ্গে যুক্ত থাকার সুবিধা সম্পর্কে আলোচনা করেন। কর্মজীবনে এসবের গুরুত্ব তুলে ধরেন।
পাঠকের মন্তব্য